নটিংহ্যাম টেস্টের আগে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। এবং সেখানে অতিথি হিসেবে বিরাটকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই বৈঠকে বিরাট যে বক্তব্য রেখেছিল সেখানে তার কথায় যথেষ্ট আত্মবিশ্বাস ঝরে পড়ছিল। বিরাটের কথা অনুযায়ী, তাঁর দলের প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। গতবারের তুলনায় এবার ভারতীয় ব্যাটসম্যান এবং বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করবেন বলে তিনি আশ্বাস দেন।
IND vs ENG |
তবে এইবার খেলাটি ছিলো অন্য রকম।ম্যাচ শুরুর একেবারে প্রথম দিকেই উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে গেছিল ইংল্যান্ড টিম।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম উইকেট নিয়েছেন ভারতীয় দলের সেরা বোলার স্পিডস্টার জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারের পঞ্চম বলেই রোরি বার্নসকে তিনি LBW তে আউট করে মাঠের বাইরে পাঠিয়ে দেন। এবং রোরির পাশাপাশি ইংল্যান্ড এখনও পর্যন্ত তাদের রানের খাতা খুলতে পারেনি।
IND vs ENG 1st Test Live Score
এর পরপরই ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন হয়। এবার বুমরাহর পাশাপাশি ব্রিটিশ দূর্গে আঘাত হানলেন মহম্মদ সিরাজ। ২০.৬ ওভারে সিরাজের ডেলিভারি সোজা ক্রলির ব্যাট ছুঁয়ে একেবারে সরাসরি পান্থের হাতে গিয়ে পড়ে। মাত্র ২৭ রান করে ব্যাবিলনে ফিরলেন ক্রলি। তিনি অবশ্য চারটে বাউন্ডারি হাঁকিয়েছিলেন।
And, that's another wicket in the bag for @MdShami11 💪💪
— BCCI (@BCCI) August 4, 2021
Dan Lawrence goes for a duck.
Live - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/VPHiB0bA73
দ্বিতীয় উইকেট এর পরপরই ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন। এবার ফিরে গেলেন ব্রিটিশ টিমের এক অভিজ্ঞ ক্রিকেটার ডম সিবলে। ২৭.৩ ওভারে মহম্মদ শামির বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ব্যাবিলনে। তিনি ও তেমন একটা রান তুলতে পারিনি।৭০ বলে মাত্র১৮ রান করে ফিরে যান। অবশ্য তিনি দুটি জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন।
A simply incredible achievement.@root66 👏 🏴 #ENGvIND 🇮🇳
— England Cricket (@englandcricket) August 4, 2021
Scorecard/Clips: https://t.co/l3hrAXR72N pic.twitter.com/0hTTA6Q3w9
চা-পানের বিরতি : দিনের দ্বিতীয় সেশনে ইংল্যান্ড জোড়া উইকেট হারিয়ে ফেলেছিল। ফিরে গিয়েছেন ডম সিবলে এবং জনি বেয়ারস্টোর। তবে এই জোড়া উইকেটের পতন নিয়ে একেবারে কোনরকম মাথাব্যথা ছিলনা ইংল্যান্ডের। কারণ দলের অধিনায়ক জো রুট ইতিমধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেছিলেন। সঙ্গে দলও রয়েছে যথেষ্ট স্বস্তিতে। চা-পানের বিরতিতে ইংল্যান্ড ক্রিকেট দলের স্কোর গিয়ে দাঁড়িয়ে ছিল ১৩৮-৪।
ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। এবার ফিরে গেলেন ব্রিটিশ ওপেনার জনি বেয়ারস্টো। ৫০.২ ওভারে মহম্মদ শামির বলে ফের LBW হয়ে ফিরে গেলেন বেয়ারস্টো। তিনি ও ১০৮ বলে ২৯ রান করেন। চারটে বাউন্ডারি হাঁকিয়েছেন।
ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন। এবার ফিরে গেলেন ব্রিটিশ ক্রিকেটার ড্যান লরেন্স। ৫০.৬ ওভারে মহম্মদ শামির বলে ঋষভ পান্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ব্যাবিলনে লরেন্স। তিনি একটিও রানের খাতা খুলতে পারেননি। অন্যদিকে একই ওভারে জোড়া উইকেট নিলেন ভারতীয় তারকা মহম্মদ শামি।
IND vs ENG
ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন। এবার ফিরে গেলেন ব্রিটিশ ক্রিকেটার জস বাটলার। ৫৫.৫ ওভারে জসপ্রীত বুমরাহের বলে ঋষভ পান্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন বাটলার। তিনি ও লরেন্স এর মতো কোনো রানের খাতা খুলতে পারেননি। মহম্মদ শামির পর এবার জোড়া উইকেট নিলেন ভারতীয় দলের সেরা বোলার জসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন। এবার ব্যাবিলনে ফিরে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ৫৮.১ ওভারে শার্দূল ঠাকুরের বলে LBW হয়ে ফিরে গেলেন রুট। ১৭৮ বলে তিনি ৬৪ রান করেন। তিনি অবশ্য ইংল্যান্ড দলের সর্বোচ্চ রান তুলেছিলেন।
ইংল্যান্ডের অষ্টম উইকেটের পতন। এবার ফিরে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক অলি রবিনসন। বোলার সেই ভারতীয় দলের তরুণ বোলার শার্দূল ঠাকুর। ৫৮.৪ ওভারে মহম্মদ শামির হাতে ক্যাচ হয় তাকেও ফিরে যেতে হয়। তিনিও রানের খাতা খুলতে পারেননি ।
ইংল্যান্ডের নবম উইকেটের পতন। এবার ফিরে গেলেন স্টুয়ার্ট ব্রড। জসপ্রীত বুমরাহের বলে LBW আউট হয়ে তিনি ফিরে যান। তিনি মাত্র ৪ রান করে ফিরে যান।
O. U. T.! ☝️
— BCCI (@BCCI) August 4, 2021
Early strike for #TeamIndia, courtesy @Jaspritbumrah93! 👏 👏
England lose Rory Burns in the first over. #ENGvIND
Follow the match 👉 https://t.co/TrX6JMzP9A pic.twitter.com/KiArVnKSSE
IND vs ENG 1st Test Live Score
* ১০ ওভার শেষে ইংল্যান্ড টিমের স্কোর ছিল ২২-১, উইকেটে রয়েছেন ডম সিবলে - ৭ এবং জাক ক্রলি - ১৫
* ২০ ওভার শেষে ইংল্যান্ড টিমের স্কোর ছিল ৪১-১, উইকেটে রয়েছেন ডম সিবলে - ১১ এবং জাক ক্রলি - ২৭
* ৩০ ওভার শেষে ইংল্যান্ড টিমের স্কোর ছিল ৭৩-৩, উইকেটে রয়েছেন জনি বেয়ারস্টো - ২ এবং জো রুট - ১৮
* ৪০ ওভার শেষে ইংল্যান্ড টিমের স্কোর ছিল ৯৭-৩, উইকেটে রয়েছেন জনি বেয়ারস্টো - ৭ এবং জো রুট - ৩৫।
* ৫০ ওভার শেষে ইংল্যান্ড টিমের স্কোর ছিল ১৩৭-৩, উইকেটে রয়েছেন জনি বেয়ারস্টো - ২৯ এবং জো রুট - ৫১।ক্রিকেটের সকল ফরম্যাট মিলিয়ে সবথেকে বেশি রান করলেন জো রুট।
Preparations ✅
— BCCI (@BCCI) August 4, 2021
Stage Set 👌
It's a matter of few hours before we witness the LIVE action from Trent Bridge 👏 👏 #TeamIndia #ENGvIND
ARE YOU READY❓ pic.twitter.com/QrGYqoCtFE
0 Comments