T20 World Cup 2022 FINAL IND VS PAK |
অন্যদিকে গ্রুপ এ দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সেমিফাইনালে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছিল। যার দরুন ফাইনালের ম্যাচে উত্তীর্ণ হবার জন্য লড়াইটি নির্ধারিত হয়েছিল , পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে (৯ ই নভেম্বর), এবং ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে (১০ ই নভেম্বর) ।
গতকাল ৯ ই নভেম্বর ঘটিত হয়েছে সেই রুদ্ধশ্বাস ম্যাচ। যেখানে পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান রিজওয়ান ও পাকিস্তানি দলের ক্যাপ্টেন বাবর , এই দুই জনের দুর্দান্ত পারফর্মেন্স , এক এর পর এক চার ও ছয় এর দ্বারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উত্তীর্ণ হয়। যা গোটা পাকবাসীর জন্য অত্যন্ত আনন্দের।
১০ ই নভেম্বর রয়েছে ইংল্যান্ড ও ভারতের ম্যাচ। গোটা ভারতবাসী সহ পাকিস্তান বাসিরও মনে প্রাণে ইচ্ছে ভারতের জয়লাভ । যদি ভারত সেমিফাইনালে জয়লাভ করে , তবে আগামী ১৩ ই নভেম্বর অর্থাৎ রবিবার ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
দুই দেশের জনগণই ফের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে।
তবে দেখা যাক ভারত কি পারবে? ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিজেদের আধিপত্য জাহির করতে।
আপনার মতামত জানান কমেন্ট বক্সে!
#T20WorldCup2022 #INDvsPAK #VoteForIndia
0 Comments