T20 World Cup 2022 FINAL IND VS PAK? ফাইনালে পা রাখলেও পাক - বাহিনী

২০২২ এর T -20  ওয়ার্ল্ডকাপে দক্ষিণ আফ্রিকার পরাজয় পাকিস্তানকে সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার এক সুদীর্ঘ পথ তৈরি করে দেয়। ফলে ইন্ডিয়ার পাশাপাশি পাকিস্তানও সেমিফাইনালে নিজেদের জায়গা তৈরি করে নেয়।
T20 World Cup 2022 FINAL IND VS PAK
T20 World Cup 2022 FINAL IND VS PAK


অন্যদিকে গ্রুপ এ দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সেমিফাইনালে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছিল। যার দরুন ফাইনালের ম্যাচে উত্তীর্ণ হবার জন্য লড়াইটি নির্ধারিত হয়েছিল , পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে (৯ ই নভেম্বর), এবং ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে (১০ ই নভেম্বর) ।
গতকাল ৯ ই নভেম্বর ঘটিত হয়েছে সেই রুদ্ধশ্বাস ম্যাচ। যেখানে পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান রিজওয়ান ও পাকিস্তানি দলের ক্যাপ্টেন বাবর , এই দুই জনের দুর্দান্ত পারফর্মেন্স , এক এর পর এক চার ও ছয় এর দ্বারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উত্তীর্ণ হয়। যা গোটা পাকবাসীর জন্য অত্যন্ত আনন্দের।
১০ ই নভেম্বর রয়েছে ইংল্যান্ড ও ভারতের ম্যাচ। গোটা ভারতবাসী সহ পাকিস্তান বাসিরও মনে প্রাণে ইচ্ছে ভারতের জয়লাভ । যদি ভারত সেমিফাইনালে জয়লাভ করে , তবে আগামী ১৩ ই নভেম্বর অর্থাৎ রবিবার ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
দুই দেশের জনগণই ফের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে।
তবে দেখা যাক ভারত কি পারবে? ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিজেদের আধিপত্য জাহির করতে।
আপনার মতামত জানান কমেন্ট বক্সে!

#T20WorldCup2022 #INDvsPAK #VoteForIndia

Post a Comment

0 Comments