স্থানীয় এক সংবাদপত্রের রিপোর্টে জানা যায় যে,, মরগ্যান এবং বাটলার 'স্যার' শব্দটি ব্যবহার করে ভারতীয় ক্রিকেটারদের কটাক্ষ করেছেন। আপনি যদি একবার বাটলারের টুইটে চোখ বোলান, তাহলেই বুঝতে পারবেন তিনি 'স্যার' শব্দটির পাশাপাশি ভাঙাচোরা ইংরেজিও ব্যবহার করে টুইট বার্তা লিখেছেন। এর মাধ্যমে তিনি যে ভারতীয় ক্রিকেটারদের কটাক্ষ করতে চেয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ এর অবকাশ নেই।
এদিকে ২০১৮ সালের ১৮ মে বাটলারকে শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে মরগ্যান 'স্যার' শব্দটি ব্যবহার করেছেন। এবং ওইদিন বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে ৫৩ বলে ৯৪ রান করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স দলের বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ওই টুইটে প্রতিক্রিয়াও জানান। সেখানে ওই টুইট বার্তাতে স্পষ্ট ভারতীয়দের কটাক্ষ করা হয়েছিল। ম্যাককুলাম তার টুইট বার্তা তে লিখেছিলেন যে, "@josbuttler Sir, you play very good opening batting."এমনই এক বার্তা গোটা নেট জগতে ছড়িয়ে পড়ে।
Show the same every and suspend Eoin Morgan for that tweet. https://t.co/2lhsbiiRpK pic.twitter.com/I7m70SS2d5
— Master Wayne (@MasterWayne07) June 6, 2021
ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্রিকেটার অলি রবিনসনকে সাসপেন্ড করার পর এই তিন ক্রিকেটারের টুইট যথেষ্ট ভাইরাল হয়ে উঠেছে। এবং গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল রবিনসনের। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে যে বর্ণবিদ্বেষীমূলক টুইট রবিনসন করেছিলেন, সেজন্য তিনি ক্ষমাও চেয়ে নেন সকলের কাছে। টেস্ট ক্রিকেটে অভিষেকের পরেই রবিনসনের টুইট ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে।
আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে রবিনসনকে সাসপেন্ড করা হলেও, তিনি সাসেক্সের হয়ে ঘরোয়া ক্রিকেট তিনি খেলতে পারবেন বলেই জানানো হয়েছে বোর্ড সূত্রে। সাসেক্সের চূড়ান্ত দল এখনও তেমন ভাবে কোনো ঘোষণা করা হয়নি। আজ অর্থাৎ অর্থাৎ (৯ জুন) থেকে ECB-র টি-২০ ব্লাস্ট শুরু হতে চলেছে বলে জানা যায়।
0 Comments